ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রাহককে বাংলালিংক’র প্রিয়জন ইন্স্যুরেন্স চেক হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
গ্রাহককে বাংলালিংক’র প্রিয়জন ইন্স্যুরেন্স চেক হস্তান্তর

ঢাকা: গ্রাহককে প্রিয়জন ইন্স্যুরেন্স ক্লেইম চেক হস্তান্তর করেছে বাংলালিংক। বাংলালিংক গ্রাহক মেহেদী হাসান সজলের জামালপুর জেলার সরদার পাড়ার বাড়িতে গিয়ে  প্রতিষ্ঠানটির কর্মকর্তারা সম্প্রতি ১৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন।



বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলালিংক অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইয়াসির আরাফাত হোসেন এ চেক হস্তান্তর করেন।

বাংলালিংকের জোনাল সেলস ম্যানেজার খন্দকার সাইফুল আলম, জোনাল কাস্টমার কেয়ার ম্যানেজার আরিফুল ইসলাম এবং অপরাজিত এনাবলার লিমিটেডের চিফ এমপ্লয়ি তারেক আব্দুল্লাহ মালিক এ সময় উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এমআইএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।