ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় দুই দিনের ‘শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
ঢাকায় দুই দিনের ‘শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশের বিজ্ঞান শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি অনুরাগী ও বিজ্ঞানের মূল রীতিনীতিতে দক্ষ করে তোলার লক্ষ্যে তৃতীয়বারের অনুষ্ঠিত হচ্ছে ‘শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৫’।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ এই উসব অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে।



আগামী ২১ আগস্ট থেকে দুই দিনব্যাপী এই কংগ্রেসে প্রাইমারি, জুনিয়র ও সিনিয়র বিভাগে ক্ষুদে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক নিবন্ধ, বিজ্ঞান প্রকল্প ও পোস্টারের মাধ্যমে নিজেদের ধারণা প্রকাশ করবে।

কংগ্রেসের বিস্তারিত তুলে ধরতে বুধবার ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে আয়োজন করে উদ্যোক্তারা। কংগ্রেসের আহ্বায়ক ড. মো. নূরুজ্জামান খান  বলেন, ‘বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য দরকার বৈজ্ঞানিক পদ্ধতির ওপর আগ্রহী করে তোলা’। এছাড়াও বক্তব্য দেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে মহাপরিচালক স্বপন কুমার রায়, বিএফএফ-এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, এসপিএসবি’র সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদীসহ অনেকে।

আয়োজকেরা জানান, গত দুই বছর ধরে চলছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ও বিজ্ঞান ক্যাম্প। সারা দেশের খুদে বিজ্ঞানীদের নিয়ে আয়োজন করা হয় উৎসবের। দেশে বর্তমানে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত কমে যাওয়ার দিকটি পরিলক্ষিত হওয়ায় এই আয়োজন।

প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী), জুনিয়র (ষষ্ঠ হতে অষ্টম শ্রেণী), সিনিয়র (নবম থেকে দ্বাদশ) তিনটি ক্যাটাগরিতে অংশ নেবে শিক্ষার্থীরা। তিনটি গ্রুপে তিনটি বিষয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিষয় তিনটি হলো পোস্টার প্রদর্শন, প্রকল্প প্রদর্শন এবং বিজ্ঞান নিবন্ধ উপস্থাপন।

এসবের পাশাপাশি নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালনা করা হবে।

উল্লেখ্য, প্রতিযোগিতার বাছাই পর্বে ৩টি ক্যাটাগরিতে ৩টি বিষয়ে ব্যাক্তিগত ও দলীয়ভাবে প্রায় ১২৫০ জন শিক্ষার্থী নিবন্ধন করে। নিবন্ধনকৃতদের মধ্য থেকে বিজ্ঞান প্রকল্প ১১১টি, বিজ্ঞান পেপার ৫৬টি ও পোস্টার ৪৫টি নির্বাচিত হয় চূড়ান্ত পর্বের জন্য। কংগ্রেস থেকে সেরা ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে ঢাকায় আয়োজন করা হবে তৃতীয় জগদীশ বসু বিজ্ঞান ক্যাম্প।

এছাড়া বিজ্ঞান বইয়ের মেলাসহ থাকবে নানা আয়োজন।

সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং এসপিএসবির সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল উপস্থিত থাকবেন। এদিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে।

শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসে সহযোগিতায় রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বিস্তারিত তথ্য জানা যাবে www.facebook.com/cscongressbd এবং কংগ্রেসের ওয়েবসাইটে: www.cscongress.org। এছাড়া ফেসবুকে www.facebook.com/groups/ScienceIshkool ঠিকানায় গিয়ে আলোচনায় অংশ নেয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ১৯ আগস্ট, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।