ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকার বাইরেও এসো ডটকমের উন্নত সেবা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
ঢাকার বাইরেও এসো ডটকমের উন্নত সেবা

বাংলাদেশে অনলাইনে কেনাকাটা আগের তুলনায় বেড়ে গেছে। বর্তমানে অনলাইন কেনাকাটায় মানুষ অনেক সচেতন হয়েছে।

পণ্য দেখে, দাম যাচাই করে তারপর পণ্য কিনছেন ক্রেতারা। এসো ডটকমের প্রধান নির্বাহী দিদারুল আলমের এমনটাই বিশ্বাস।

তিনি জানান, অনলাইনের ক্রেতাদের চাহিদা পুরণে এসোডটকমে শুধু পোশাকের ক্যাটেগরিই ৩০টি সেইসাথে আছে পণ্যের গুণগতমানের নিশ্চয়তা। এসো থেকে পণ্য কিনে কাউকে ঠকতে হবেনা।

ঢাকাবাসীর মতোই দেশের বাইরের ক্রেতারাও এসো’র সেবা পেয়ে থাকে।

এখানে পণ্যের ফরমায়েশ দিলে একইভাবে দ্রুত পেয়ে যান ক্রেতারা।

দিদারুলের মতে, অনলাইনের কেনাকাটা এখন শুধু ঢাকা কেন্দ্রিক নয়। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকেও মানুষ পণ্যের ফরমায়েশ দিচ্ছেন।

এসোডটকমে এখন ঢাকার বাইরে থেকে ৬০ শতাংশের বেশি পণ্যের ফরমায়েশ আসছে। ক্রেতারা মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে পণ্যের অর্ডার দিচ্ছে।

পোশাক, ইলেকট্রনিকস যন্ত্রপাতি, শিশুদের পণ্য থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছুরই সংগ্রহ রয়েছে এখানে। তাই যারা একটু নির্বিঘ্নে সহজে কেনাকাটা করতে চান ঘুরে আসতে পারেন সাইটটিতে (www.esho.com)।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।