ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হুয়াইয়ের সব হ্যান্ডসেট, ট্যাবে থাকবে ৯% ছাড়

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
হুয়াইয়ের সব হ্যান্ডসেট, ট্যাবে থাকবে ৯% ছাড়

আসছে ১৩ আগস্ট থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ‘স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৫’।

এক্সপোমেকার আয়োজিত তিন দিনব্যাপী চতুর্থবারের এই প্রদর্শনীতে অংশগ্রহন করছে চীনের বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান হুয়াই।

এক্সপো উপলক্ষ্যে হুয়াইয়ের পক্ষে থাকছে মূল্যছাড় সহ আকর্ষনীয় অফার।

প্রাতিষ্ঠানিক সুত্র মতে, ব্র্যান্ডটির সকল হ্যান্ডসেট এবং ট্যাবে থাকছে ৯ শতাংশ পর্যন্ত ছাড়।

প্রতিটি হুয়াই পিএইট লাইট, জিসেভেন এবং মেট ৭ এর ক্রেতারা পাবে ফ্রি ব্লু-টুথ স্পীকার। ব্র্র্যান্ডটির পিএইট মডেলটিও প্রদর্শনীতে আনা হবে।

উল্লেখ্য, পিএইট এবং পিএইট লাইট হ্যান্ডসেট দুটি হুয়াইয়ের ফ্ল্যাগশিপ মডেল। এগুলোর ফিচার ফ্ল্যাগশিপ ফোনের বাজারে অন্য সব প্রতিদ্বন্দীর সাথে তুলনীয়।
এছাড়া হুয়াই ওয়াই৬২৫ মডেলের সাথে পাওয়া যাবে ৮ জিবি মেমরি কার্ড।

আর যারা সাধ্যের মধ্যে বিশ্বমানের ফোন ব্যবহারের অভিজ্ঞতা পেতে চান হুয়াই তাদের কথা বিবেচনা করে ওয়াই৩সি মডেলে দেবে ১০০০ টাকা ছাড়। ফোনটির পূর্বমূল্য ৫৯৯০ টাকা আর এক্সপো মূল্য ৪৯৯০ টাকা।

ব্র্যান্ডটির টিওয়ান ৭ ইঞ্চি, ৮ ইঞ্চি এবং ১০ ইঞ্চি মডেলের ট্যাবের সাথে ট্রানসেন্ডের ১৬ জিবি মেমরি কার্ড থাকছে ফ্রি। অফারগুলি এক্সপো চলাকালীন সময়ে উপভোগ্য।

বিগত সময়ের তুলনায় আরো বড় পরিসরে আয়োজিত প্রযুক্তিপণ্য নিয়ে বৃহৎ এই প্রদর্শনীতে থাকছে ১টি মেগা প্যাভিলিয়ন, ১৩টি প্যাভিলিয়ন, ৫টি মিনি প্যাভিলিয়ন, ১০টি স্টল এবং মিডিয়া জোন।

এছাড়া মোবাইল গেমিং জোন ও প্রতিযোগিতা এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর অনুষ্ঠিত হবে বিভিন্ন সেমিনার।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।