ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যালকে গুগলের সম্মান

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যালকে গুগলের সম্মান

ঢাকা: বিশ্বের প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যালের ১০১তম বার্ষিকী উপলক্ষে ডুডল তৈরি করেছে সার্চ জায়ান্ট গুগল। ১৯১৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ওহিয়ো অঙ্গরাজ্যের ইউক্লিড এভিনিউ ও ক্লিভল্যান্ডের ইস্ট ১০৫ স্ট্রিটে সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হয়।



দিনটির সম্মানে তৈরি কালো ও সাদা রঙের ডুডলে লাল রঙের সিগন্যাল আকষর্ণের মূল কেন্দ্র। ট্রাফিক নিয়ম মেনে চলা বিপরীতমুখী দুই পাশে তিনটি করে ছয়টি গাড়ি ‘গুগল’র প্রতীক বহন করছে।

১৯১২ সালে সল্ট লেক সিটির লিস্টার ওয়ার নামে এক পুলিশ কর্মকর্তা সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল তৈরি করেন। এক্ষেত্রে তিনি লাল-সবুজ বাতি ব্যবহার করেন।

আর ১৯১৪ সালের এই দিনে (৫ আগস্ট) আমেরিকান ট্রাফিক সিগন্যাল কোম্পানি ইউক্লিড এভিনিউ ও ক্লিভল্যান্ডের ইস্ট ১০৫ স্ট্রিটে সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল স্থাপন করে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।