ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৫.৭ ইঞ্চি পর্দা নিয়ে গ্যালাক্সি এস৬ এজ প্লাস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
৫.৭ ইঞ্চি পর্দা নিয়ে গ্যালাক্সি এস৬ এজ প্লাস

ঢাকা: মাত্র তিন মাস আগে স্যামসাং তার বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি এস৬ এজ বাজারে ছাড়লেও এরইমধ্যে প্রতিষ্ঠানটির পরবর্তী হ্যান্ডসেট নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। প্রযুক্তি বিষয়ক সাইটগুলো বলছে, ‘এস৬ এজ প্লাস’ নামে পরবর্তী হ্যান্ডসেটটির পর্দা হবে ৫.৭ ইঞ্চি।



অল অ্যাবাউট স্যামসাংয়ের সূত্রে হ্যান্ডসেটটির একটি ছবিও প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। হ্যান্ডসেটটিতে এস৬ এজ’র মতো কার্ভ দেখা গেছে।

এস৬ এজ প্লাসের দৈর্ঘ্য গ্যালাক্সি নোট ৪’র মতো হলেও প্রস্থ কিছুটা কম বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

‍আসছে সেপ্টেম্বরে প্রয‍ুক্তি জায়ান্ট অ্যাপলের পরবর্তী হ্যান্ডসেট উন্মুক্তের বিষয়টি মাথায় রেখে ১২ আগস্ট এস৬ এজ প্লাস উন্মুক্ত করতে পারে স্যামসাং। একই সময় গ্যালাক্সি নোটোর পরবর্তী ভার্সন নোট৫ও উন্মুক্ত করা হবে বলে সূত্র জানিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, কার্ভ আকৃতির এস৬ এজ প্লাস’র পর্দা হবে ৫.৭ ইঞ্চি। যা এস৬ এজ’র চেয়ে উল্লেখযোগ্য আকারে বড়। এর অপারেটিংয়ে ব্যবহার হবে অ্যান্ড্রয়েডের ৫.১.১ ভার্সন।

৩২ গিগাবাইট অভ্যন্তরীণ ধারণক্ষমতার হ্যান্ডসেটটির মূল ক্যামেরা ১৬ মেগাপিক্সেল ও ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল।

এই তথ্য ছাড়া হ্যান্ডসেটটির বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি। জানা যায়নি এর মূল্য সম্পর্কেও।

এদিকে, শিগগিরই স্যামসাং গোলাকৃতির একটি স্মার্টওয়াচ ছাড়বে বলে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে। যার কোডনেম ‘অরবিস’।

স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেন-এ চলবে এটি। এর প্রসেসর হবে ১.২ গিগাহার্জ ড‍ুয়েলকোর। ৪ গিগাবাইট অভ্যন্তরীণ ধারণক্ষমতার স্মার্টওয়াচটির র‌্যাম ৭৬৮ মেগাবাইট।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।