ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রবি’র এসএমএস কুইজে তারকাদের সাথে চলচ্চিত্র দেখার সুযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
রবি’র এসএমএস কুইজে তারকাদের সাথে চলচ্চিত্র দেখার সুযোগ

ঢাকা: অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের সাথে ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রটি দেখার সুযোগ করে দিতে গ্রাহকদের জন্য এসএমএস-ভিত্তিক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

কুইজ ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহকদের ‘আমাদের তারকা নিউজ’ সার্ভিসটি সাবস্ক্রাইব করতে হবে।

এজন্য START Q লিখে ১৬২৩৫ নম্বরে পাঠালেই গ্রাহকরা প্রতিদিন বাংলাদেশি তারকা ও গণমাধ্যম সংক্রান্ত তথ্যাবলী পেয়ে যাবেন।

প্রতিযোগী হিসাবে বিবেচিত হওয়ার জন্য গ্রাহককে ক্যাম্পেইন চলার সময় সেবাটির গ্রাহক হতে হবে। ক্যাম্পেইন চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত।

শনিবার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনিয়েছে, ‘আমাদের তারকা’ নিউজ সার্ভিসটি গ্রহণ করার পর গ্রাহকরা ‘পদ্ম পাতার জল’ সম্পর্কিত প্রশ্নাবলীর উত্তর দিয়ে তাদের পয়েন্ট বৃদ্ধির সুযোগ পাবেন। প্রশ্নগুলো হবে নৈর্বত্তিক, যার প্রতিটি সঠিক উত্তরের জন্য ২ পয়েন্ট যোগ হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১ পয়েন্ট কাটা যাবে।

ক্যাম্পেইন চলাকালে যারা ৩৫০ পয়েন্ট অর্জন করতে পারবেন তারা ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রটির তারকাদের সাথে সিনেমাটি দেখার সুযোগ পাবেন। শুধু চলচ্চিত্রটির তারকা, কলাকুশলী ও কুইজ বিজয়ীদের জন্য প্রদর্শনীটির আয়োজন হবে। বিজয়ীরা তাদের পছন্দমত একজনকে সাথে নিয়ে আসতে পারবেন বলে জানিয়েছে রবি।

প্রথম যে প্রতিযোগী ১০ হাজার পয়েন্ট অর্জন করতে পারবেন তিনি ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রটি দেখার পাশাপাশি একটি স্যামসাং গ্যালাক্সি গ্রান্ড প্রাইম হ্যান্ডসেট জিততে পারবেন।

বাংলাদেশ সময়:১৭০৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।