ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রোমিং সেবাদানে রবি’র ইউএসএসডি এসএমএস ব্যাক সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুন ২২, ২০১৫
রোমিং সেবাদানে রবি’র ইউএসএসডি এসএমএস ব্যাক সার্ভিস

ঢাকা: গ্রাহকদের রোমিং সেবা প্রদানে ইউএসএসডি (আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডাটা) এসএমএস ব্যাক সার্ভিস চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
 
এই সেবার আওতায় রবি গ্রাহকরা বিকল্প উপায়ে রোমিং সেবা গ্রহণের সময় এখন থেকে প্রতিটি রোমিং এসএমএস মাত্র ১ টাকা মূল্যে যতবার খুশি ততবার পাঠাতে পারবেন।

পাশাপাশি রেগুলার রোমিং এসএমএস সার্ভিসও চালু থাকবে।
 
সোমবার (২২ জুন) রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএসএসডি এসএমএস ব্যাক সার্ভিসটি উপভোগ করতে প্রথমে গ্রাহকদের রবি রোমিং সার্ভিসের গ্রাহক হতে হবে। এরপর গ্রাহকদের *২১১# ডায়াল করে নির্দেশ অনুযায়ী সেবাটি গ্রহণ করতে হবে। অথবা সরাসরি *২১১* মোবাইল নম্বর# ডায়াল করে কাঙ্ক্ষিত এসএমএস লিখে পাঠাতে পারবেন বাংলাদেশে।
 
নতুন এই সেবাটির পাশাপাশি রবি ১০০টি দেশে সহজ ও সাশ্রয়ী রেটে রোমিং সেবা প্রদান করছে। একটি নির্দিষ্ট দেশে একই রেটে রোমিং সেবা প্রদান করছে রবি। এছাড়া ৭২টি দেশে ডেইলি ডাটা রোমিং প্যাক রয়েছে অপারেটরটির। সেবাটি গ্রহণের জন্য গ্রাহকদের রবি’র রোমিং সার্ভিসের গ্রাহক হওয়ার পর বিনামূল্যে *১৪০*১০*৩# নম্বরে ডায়াল করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।