ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কুমিল্লার রবি গ্রাহকরা বিদ্যুৎ বিল দেবে মোবাইলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
কুমিল্লার রবি গ্রাহকরা বিদ্যুৎ বিল দেবে মোবাইলে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: এবার কুমিল্লায় রবির গ্রাহকরা তাদের বিদ্যুৎ বিল মোবাইল ফোনের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

শনিবার (১৩ জুন) কুমিল্লা কোটবাড়ি বার্ড মিলনায়তনে দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়।



কুমিল্লা অঞ্চলের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহকদের জন্য এ সেবার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. সাহিনুল ইসলাম খান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুপুন বীরাসিংহে, বিপিডিবি কুমিল্লার প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এ কে দাস গুপ্ত, রবি আজিয়াটা লিমিটেডের ডিজিটাল সার্ভিসেসের প্রধান মোহাম্মদ মঞ্জুর রহমান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সানাউল হক, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদসহ বিদ্যুৎ বিভাগ ও রবির কর্মকর্তারা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রবির কমিউনিকেশন অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটির জেনারেল ম্যানেজার নবনীতা চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রবি গ্রাহকরা তাদের নিজস্ব সংযোগ সিম ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিল ব্যবস্থাপনার সাথে রবির মোবাইল সিস্টেমের সমন্বয় করা হবে। গ্রাহকরা তাদের সুবিধা মতো রবি ক্যাশ পয়েন্ট ও তাদের মোবাইল ফোন ব্যবহার করে বিল পরিশোধ করতে পারবেন।

এছাড়া অনুষ্ঠানে রবির বিভিন্ন সেবা তুলে ধরে মনোজ্ঞ পালাগান পরিবেশন করে রূপচান নামে এক সংগঠন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।