ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টুইটার সিইও’র পদত্যাগ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, জুন ১২, ২০১৫
টুইটার সিইও’র পদত্যাগ

ঢাকা: বিনিয়োগকারীদের চাপের মুখে পদত্যাগ করেছেন মাইক্রোব্লগিং সাইট টুইটার’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিক কস্তোলো। তার স্থলে অন্তবর্তীকালীন সিইও হিসেবে প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি দায়িত্ব পালন করবেন।



আগামী ১ জুলাই থেকে জ্যাক ডরসি নতুন দায়িত্ব শুরু করবেন বলে জানিয়েছে টুইটার।

এক বিবৃতিতে ডিক কস্তোলো টুইটারের সঙ্গে ৬ বছর কাজ করে নিজেকে ভীষণ গর্বিত বলে উল্লেখ করেছেন।

এছাড়া পরবর্তী প্রধান নির্বাহীর সন্ধানে একটি বোর্ড গঠনের কথা জানিয়েছে টুইটার।

এদিকে, কস্তোলোর পদত্যাগের খবরে যুক্তরাষ্ট্রের বাজারে টুইটারের শেয়ারের মূল্য ৭ শতাংশের বেশি বেড়েছে।

২০১৩ সালে নিউইয়র্ক শেয়ারবাজারে অন্তর্ভুক্ত হয় টুইটার। শেয়ারটি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে যে আগ্রহ ছিল তা শেষ পর্যন্ত পূরণ করতে পারেনি প্রতিষ্ঠানটি।

বাজারে আসার পর টুইটারের শেয়ারের মূল্য ৩০ শতাংশ পর্যন্ত কমে যায়।

বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, জুন ১২, ২০১৫/আপডেট: ১২৩২ ঘণ্টা
এনএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।