ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশের প্রথম ‘আরএইচসিএ’ জোবায়ের আলমাহমুদ হোসেন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুন ৯, ২০১৫
বাংলাদেশের প্রথম ‘আরএইচসিএ’ জোবায়ের আলমাহমুদ হোসেন জোবায়ের আলমাহমুদ হোসেন

বাংলাদেশ থেকে প্রথম রেডহ্যাট সার্টিফাইড আর্কিটেক্ট লেভেল থ্রি (RHCA) হওয়ার কৃতিত্ব অর্জন করলেন জোবায়ের আলমাহমুদ হোসেন । মূলত আরএইচসিএ সার্টিফোয়েড হতে আরএইচসিএ হবার পাশাপাশি আরো ৫টি এক্সপার্টিস এক্সামে পাশ করতে হয়।



ইতিমধ্যে তিনি আটটি এক্সপার্টিস এক্সামে পাশ করলেও তার RHCE এক্সপেয়ার হয়ে যাই। গত ৫ জুন বাংলানেট টেকনলোজি লিঃ আয়োজিত RHCE এক্সামে অংশগ্রহণ করেন তিনি। এরপর ৮ জুন রেডহ্যাট প্রেরিত ইমেইলের মাধ্যমে এই সাফল্যের কথা জানতে পারেন তিনি।

এর আগে জোবায়ের RHCE, RHCSS, RHCDS, RHCVA, ও OpenStack Administrator সার্টিফাইড হয়েছেন।

বর্তমানে তিনি বিখ্যাত NGO ব্রাক এর এইসিটি বিভাগে সিনিয়র লিড সিস্টেম এডমিনেসট্রেটর ও  ইনফ্রাস্ট্রাকচার & সাপোর্ট ইউনিটের ইনচার্জ হিসাবে কর্মরত আছেন।

এর পাশাপাশি তিনি কিছু সরকারি ও বেসরকারি আইটি প্রকল্পের টেকনলোজি কনসালটেন্ট ও লিনাক্স ট্রেইনারের দায়িত্বে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।