ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইনে অ্যালকাটেল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মে ২৭, ২০১৫
অনলাইনে অ্যালকাটেল ছবি: সংগৃহীত

মোবাইল ফোনের ক্রেতাদের সুবিধার্তে অ্যালকাটেল চালু করলো বাই মোবাইল ডট কম ডট বিডি (Buymobile.com.bd)। ফলে ক্রেতারা এখন নিজ নিজ স্থানে থেকেই শুধু সাইটটি ভিজিট করে অ্যালকাটেলের বিভিন্ন মডেল পছন্দ করতে পারবেন।

আর পছন্দের হ্যান্ডসেটটি কিনতে ক্রেতাকে নিবন্ধন করতে হবে।

সম্প্রতি ঢাকার একটি হোটেলে সাইটটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যালকাটেল এর অর্থোরাইজড ডিস্ট্রিবিউটর এরাসেল লিমিটেডের এমডি সাদাত উল্লাহ খান বলেন, শুধুমাত্র মোবাইল ফোন বিক্রির জন্য এটি বাংলাদেশের প্রথম ওয়েবসাইট। এর মাধ্যমে ক্রেতাদের সর্বোচ্চ বিক্রয়ত্তোর সেবা ও হোম ডেলিভারির নিশ্চয়তা দেয়া হবে। যেজন্য কাজ করছে প্রযুক্তিতে চৌকস একদল তরুণ।

অনুষ্ঠানে জানানো হয়, ক্রেতারা শুরুতেই এই সাইটে অ্যালকাটেল ওয়ানটাচ’র বিশেষ ‘ অ্যালকাটেল ওয়ানটাচ ফ্ল্যাশ" স্মার্ট সেলফি মডেলটি কেনার সুযোগ পাবেন। ৫.৫ এইচডি এলিগেন্ট ডিসপ্লেযুক্ত পণ্যটির ক্যামেরা ১৩ এমপি, অক্টাকোর ১.৪ গিগাহার্জ কোর প্রসেসর।

দাম ১২ হাজার টাকা।

আরো জানা যাবে এই সাইটে (Alcatel Onetouch Flash@ buymobile.com.bd)।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।