ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চালু হচ্ছে বিটিসিএল’র ২৪ ঘণ্টার কল সেন্টার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মে ২০, ২০১৫
চালু হচ্ছে বিটিসিএল’র ২৪ ঘণ্টার কল সেন্টার

ঢাকা: বিটিসিএল’র সেবা গ্রাহকের দ্বারপ্রান্তে পৌঁছাতে সর্বাধুনিক প্রযুক্তির সুবিধাসম্পন্ন ২৪ ঘণ্টার কল সেন্টার সার্ভিস চালু করা হচ্ছে। কল সেন্টারের নম্বর-১৬৪০২।



বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বুধবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিকভাবে ঢাকার সব বিটিসিএল’র টেলিফোন গ্রাহকরা এ কল সেন্টারের সার্ভিস পাবেন। পরবর্তীতে ঢাকার বাইরের গ্রাহকদেরকেও এ সুবিধার আওতায় আনা হবে।

গ্রামীণফোন ছাড়া সব মোবাইল ও পিএসটিএন গ্রাহকরা এ কল সেন্টারের সার্ভিস পাবেন।

তবে গ্রামীণফোন কর্তৃক ১৬৪০২ শর্টকোড নিয়ে এগিয়ে আসলে গ্রামীণফোনের গ্রাহকরাও এ সুবিধা ভোগ করতে পারবেন।

সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নে বিটিসিএল দৃঢ় প্রতিজ্ঞ এবং অগ্রণী ভূমিকা পালনে তৎপর বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ২০, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।