ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মেলায় ল্যাপটপ কিনে পেলেন এসি-ফ্রিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, মে ১৬, ২০১৫
মেলায় ল্যাপটপ কিনে পেলেন এসি-ফ্রিজ ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) থেকে: আসুস ব্র্যান্ডের ল্যাপটপ কিনে স্ক্রাচ কার্ড ঘষে উপহার হিসেবে এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর পেয়েছেন দুই ক্রেতা।  

ল্যাপটপ মেলা-২০১৫ এর তৃতীয় ও শেষ দিন শনিবার (১৬ মে) এই উপহার দেওয়া হয়।



আসুসের ল্যাপটপ কিনে স্ক্রাচকার্ড ঘষে এয়ার কন্ডিশনার পেয়েছেন নুর উদ্দিন মো. জাহাঙ্গীর। আর রেফ্রিজারেটর পেয়েছেন রোকসানা পারভীন।

লেনেভো’র স্ক্রাচ কার্ডে একটি স্মার্টফোন পেয়েছেন আরেক সৌভাগ্যবান ক্রেতা।

আসুস, লেনোভো, পান্ডা, রাপু ও হান্টকি ব্র্যান্ডের পরিবেশক হিসেবে মেলায় অংশগ্রহণ করেছে গ্লোবাল ব্র্যান্ড।
 
গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ এবং আসুসের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার মো. আল ফুয়াদ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এমআইএইচ/এমএইচপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।