ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ল্যাপটপ মেলায় এসে উপহার পেলেন যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মে ১৫, ২০১৫
ল্যাপটপ মেলায় এসে উপহার পেলেন যারা ছবি : রাজিব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ল্যাপটপ মেলায় চলছে অফারের ছড়াছড়ি। মূল্য ছাড় ছাড়াও কার্ড ঘষে গিফট হ্যাম্পার জিতে নিচ্ছিন আগতরা।


 
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ল্যাপটপ মেলার দ্বিতীয় দিন শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ কিনে স্ক্র্যাচকার্ড ঘষে ‘সনি ব্রাভিয়া ৩২ ইঞ্চি এলইডি’ টেলিভিশন ও ‘এক্সপ্রেস মডেলের ট্যাব’ পেয়েছেন দুইজন।

গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, লেনোভোর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হাসান রিয়াজ জিতু উপস্থিত থেকে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন।
 
গ্লোবাল ব্র্যান্ডের এক্সিকিউটিভ (মিডিয়া অ্যান্ড অ্যাডভাটাইজিং) নির্ঝর কুমার কুন্ডু বাংলানিউজকে বলেন, মেলায় লেনোভো এবং আসুসের যেকোনো ল্যাপটপ কিনে স্ক্র্যাচকার্ডের মাধ্যমে এ অফার রয়েছে। শুধু তাই নয়, পণ্য কিনলে মূল্য ছাড় তো আছেই।
 
এদিন বিকেলে আসুসের ল্যাপটপ কিনে স্ক্র্যাচকার্ডের মাধ্যমে একটি রেফ্রিজেরেটর পেয়েছেন আরেকজন ক্রেতা। যার পুরস্কার তুলে দেওয়া হবে শনিবার।
 
আসুস, লেনোভো, পান্ডা, রাপু ও হান্টকি ব্র্যান্ডের পরিবেশক হিসেবে অংশগ্রহণ করেছে গ্লোবাল ব্র্যান্ড।
 
এস‍ারের ল্যাপটপ কিনে দ্বিতীয় দিনে র‌্যাফেল ড্রতে দুই ভাগ্যবান বিজয়ী পেয়েছেন ট্যাব ও এসারের একটি স্মার্টফোন।
 
সেই সঙ্গে ট্যাব জিতেন ড. জুবায়ের আহমেদ এবং স্মার্টফোন পান মোহাম্মদ। এসারের পক্ষ থেকে তাদের পুরস্কার তুলে দেওয়া হয়।

শনিবার (১৬ মে) মেলার শেষ দিন। সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এমআইএইচ/এমএইচপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।