ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্টিল সিরিজের সাইবেরিয়া ভি-থ্রি হেডফোন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মে ৫, ২০১৫
স্টিল সিরিজের সাইবেরিয়া ভি-থ্রি হেডফোন

গেমারদের জন্য বিশ্বনন্দিত স্টিল সিরিজের সাইবেরিয়া ভি-থ্রি হেডফোন দেশের বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স। তুলতুলে এয়ার কুশন, ইলাস্ট্রেটেড হেডব্যান্ড, মিউট বাটন এবং রিট্র্যাক্টেবল মাইক হেডফোনটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।



রিট্র্যাক্টেবল মাইক থাকায় মুখের কাছে এটি সবসময় ঝুলে থেকে ব্যবহারকারীর অস্বস্তির কারণ হয় না। একইসঙ্গে প্রয়োজনমতো টেনে বের করে মুখ বরাবর নিয়ে আসা যায়। এর এয়ারফোনের রেসপন্স ফ্রিকোয়েন্সি ১০-২৮ হাজার হার্টজ, সেন্সিভিটি ৮০ডিবি এবং মাইক্রোফোনের রেসপন্স ফ্রিকোয়েন্সি ৫০-১৬ হাজার হার্টজ।

হেডফোনটি উইন্ডোজ, ম্যাক এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেই চলে। এমনকি এটি পিসির পাশাপাশি এক্সবক্স, পিএস থ্রি-তে সংযুক্ত করা যায় অনায়াসে।   সঙ্গে রয়েছে এক্সেটেনডেবল ক্যাবল।

সাদা ও কালো দুই রঙের বিশেষ এই হেডফোনটির মূল্য ১১ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।