ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে এমবট ব্র্যান্ডের থ্রিডি প্রিন্টার আনছে ইউবিএস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
দেশে এমবট ব্র্যান্ডের থ্রিডি প্রিন্টার আনছে ইউবিএস

দেশে প্রথমবারের মতো তাইওয়ানের এমবট ব্রান্ডের থ্রিডি প্রিন্টার বাজারজাত করার ঘোষণা দিল ইউনিক বিজনেস সিস্টেমস্ (ইউবিএসএল) লিমিটেড।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের অন্যতম এই প্রযুক্তিপণ্যের আমদানিকারক ঘোষণাটি দেয়।



আনুষ্ঠানে ইউনিক বিজনেস সিস্টেমস্ লিমিটেডের পরিকল্পনা পরিচালক হামজা বিন হাকিম, জেনারেল ম্যানেজার জাকির হোসেন, ইভেন্ট ও পাবলিক রিলেশন ইনচার্জ খান সাইয়েদী রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

হামজা বিন হাকিম বলেন, আমরা প্রথমবারের মতো তাইওয়ানের এমবট থ্রিডি প্রিন্টার বাজারজাত করতে যাচ্ছি। এই প্রিন্টারে রয়েছে থ্রিডি ডাইমেনশন প্রযুক্তি যার মাধ্যমে যেকোনো থ্রিডি ডিজাইন প্রিন্ট করা সম্ভব।

প্রাথমিকভাবে এমবট মিনি, এমবট কিউব এবং এমবট গ্রিড-টু শীর্ষক এই তিনটি মডেল পাওয়া যাবে।

এর মধ্যে এমবট মিনি এবং এমবট কিউব একবারে একক কালারের প্রিন্ট করতে সক্ষম।

তবে এমবট গ্রিড-টু একইসঙ্গে দুইটি কালারে দ্বিগুন গতিতে প্রিন্ট করতে সক্ষম। এমবট মিনি ৩৩২ বাই ৩৩০ বাই ৩০৮ মিলিমিটার আকারের পণ্য প্রিন্ট করতে পারে। আর এমবট কিউব ৪০৫ বাই ৪০৫ বাই ৪১০ মিলিমিটার সাইজের এবং এমবট গ্রিড-টু ৪০৫ বাই ৪০৫ বাই ৪০৫ মিলিমিটার সাইজের পণ্য প্রিন্ট করতে পারে।

ডিভাইসটি ব্যবসায়ীদের বাণিজ্যিক পণ্য তৈরি থেকে শুরু করে শিক্ষার্থী এবং স্থপতিদের ডিজাইনের কাজেও ব্যবহার করা যাবে।

এছাড়া বড় বড় শিল্প প্রতিষ্ঠানের ডেমো প্রোডাক্ট তৈরিতে এমবট থ্রিডি প্রিন্টার উপযোগী।  

প্রিন্টারটি উইন্ডোজ সেভেন থেকে শুরু করে লিনাক্স ও ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থন করে।

অনুষ্ঠানে সুদৃশ্য একটি ব্রেসলেট প্রিন্ট করে দেখানো হয়।

হামজা বিন হাকিম বলেন, শিক্ষা, স্থাপত্য থেকে শুরু করে ফার্নিচার শিল্পে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে এটি।

শিক্ষার্থীদের যেকোনো উদ্ভাবনী ডিজাইন ইউনিক বিজনেস সিস্টেমের ফ্যান পেজে সাবমিট করলে তা প্রিন্ট করে দেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।