ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গোপালগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
গোপালগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রসাশক মো. খলিলুর রহমান।



এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক অতুল কৃষ্ণ মল্লিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান চৌধুরী, কৃষি তথ্য সার্ভিসের সহকারী সংরক্ষণ প্রকৌশলী সৌরভ অধিকারী ও কৃষক মো. জিল্লুর রহমান প্রমুখ।

এর আগে বেলা ১১টায় মেলা উপলক্ষে জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

মেলায় ১৫টি স্টল অংশ নিয়েছে। এ সব স্টলে কৃষি-প্রযুক্তি বিষয়ক নানা ধরনের জিনিষ-পত্রদি পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এএটি/আরএ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।