ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দুই টেরাবাইট ধারণক্ষমতার এলজি’র জি স্টাইলো

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
দুই টেরাবাইট ধারণক্ষমতার এলজি’র জি স্টাইলো

ঢাকা: অভ্যন্তরীণ ধারণক্ষমতা দুই টেরাবাইট (দুই হাজার গিগাবাইট) পর্যন্ত বাড়ানোর সুবিধা সম্পন্ন একটি হ্যান্ডসেট উন্মুক্ত করলো দক্ষিণ কোরিয়াভিত্তিক বহুজাতিক ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলজি।

৫.৭ ইঞ্চি পর্দার এইচডি ডিসপ্লে এলজি জি স্টাইলোর অপারেটিংয়ে ব্যবহার করা হয়েছে ললিপপ ৫ ভার্সন।



১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসরের হ্যান্ডসেটটির র‌্যাম ১.৫ গিগাবাইট। অভ্যন্তরীণ ধারণক্ষমতা ৮ গিগাবাইট হলেও এর মাইক্রো এসডি কার্ড সার্পোট করবে দুই টেরাবাইট পর্যন্ত।

জি স্টাইলোর মূল ক্যামেরা ৮ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। মাত্র ১৬৩ গ্রাম ওজনের হ্যান্ডসেটটির ব্যাটারি তিন হাজার এমএএইচ।

আগামী ৫ মে থেকে বিশ্বব্যাপী হ্যান্ডসেটটি পাওয়া যাবে। বাংলাদেশি টাকায় হ্যান্ডসেটটির মূল্য প্রায় ২৯ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।