ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লজিটেকের নতুন মাউস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
লজিটেকের নতুন মাউস

লজিটেক ব্র্যান্ডের অ্যাডভান্সড অপটিক্যাল ট্র্যাকিং প্রযুক্তির তারহীন মাউস এসেছে দেশের বাজারে। এম২৩৫ মডেলের এই মাউসটির পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।

আধুনিকমানের এই মাউসটিতে রয়েছে ২.৪ গিগাহার্জ ওয়্যারলেস কানেক্টিভিটি এবং এর প্রতি ইঞ্চির ডট-ঘনত্ব  ১০০ ডিপিআই।
পিসি বা ল্যাপটপের সঙ্গে সংযুক্তির জন্য ব্যবহারকারীরা এতে ন্যানো রিসিভার পাবে। আর রিসিভারটি যাতে হারিয়ে না যায় সেজন্য মাউসটির পেছনে রয়েছে বিশেষ ব্যবস্থা।

এছাড়া সর্বক্ষণ ব্যাটারির শক্তি অপচয় রোধে আছে অন-অফ সুইচ এবং স্লিপিং মুড।
মাউসটির ব্যাটারি লাইফ এক বছর।

১২ মাসের রিপ্লেসমেন্ট সুবিধায় লজিটেক এম২৩৫ মডেলের ওয়্যারলেস মাউসটি এক হাজার ৭০০ টাকায় পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।