ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শুক্রবার ই-ক্যাবের ‘ই-কমার্স দিবস উৎসব’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
শুক্রবার ই-ক্যাবের ‘ই-কমার্স দিবস উৎসব’

দেশের মানুষকে অনলাইন কেনাকাটায় উৎসাহিত করতে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) পালন করেছে ই-কমার্স দিবস।

মঙ্গলবার দিবসটি পালনের পাশাপাশি এপ্রিল মাসকে ই-কমার্স মাস হিসেবে পালনের কথাও জানায় অনলাইন ব্যবসায়ের এই সংগঠন।



সুত্র মতে, শুক্রবার (১০ এপ্রিল)  ধানমন্ডির সোবহানবাগে স্টার্ট আপ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ই-কমার্স দিবস উৎসব উদযাপন করা হবে।

বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট সুবিধার অধীনে রয়েছে ৪ কোটি মানুষ। যেখানে ১ কোটি ফেইসবুক অ্যাকাউন্ট থাকলেও অনলাইনে এখন পর্যন্ত কেনাবেচার পরিমাণ উল্লেখযোগ্য নয়। এছাড়া দেশের প্রায় ৯৯ শতাংশ মানুষ এখনো ই-কমার্স এর ক্রেতা হয়ে ওঠেনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বে ই-কমার্সের সবচেয়ে বড় বাজার হল চীন। প্রতিবেশী দেশ ভারতেও ই-কমার্স খাতে ব্যাপক অগ্রগতি ঘটছে। বাংলাদেশেও যাতে ই-কমার্স এর ব্যাপক প্রসার ঘটানো যায় সে লক্ষে ই-ক্যাব ই-কমার্স দিবস পালনের উদ্যোগ নেয়।
এখন থেকে ই-ক্যাব প্রতিবছরই দিবসটি পালন করবে।

এদিকে দিবসটি উপলক্ষে ই-ক্যাব এর সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জন্য দিচ্ছে বিশেষ ডিসকাউন্ট ও উপহার।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫   
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।