ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেনীতে নারীদের লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
ফেনীতে নারীদের লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ Feni_Learning_sm_594474264.jpg

ঢাকা: ফেনীতে আইসিটি মন্ত্রণালয়ের অধীনে নারীদের লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। তাদের এ সংক্রান্ত সনদপত্রও দেওয়া হয়েছে।



গত বৃহস্পতিবার(১৯ মার্চ’২০১৫)দুপুরে শহরের গভর্মেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট চত্বরে সদর উপজেলার বালিগাঁও ও পাঁচগাছিয়া ইউনিয়নের ২০জন করে ৪০ জন প্রশিক্ষণ নেওয়া নারীর মাঝে সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)এনামুল হক।

ক্রিস্টাল টেকনোলজি বাংলাদেশ ও রেইজ আইটি সলুশনস লিমিটেড’র আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি.কে.এম এনামুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জসীম উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বাহার, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক।  

স্বাগত বক্তব্য রাখেন রেইজ আইটি সলুশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এ এম রাশেদুল মজিদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিস্টাল টেকনোলজির ট্রেনিং কো-অর্ডিনেটর এমামুল ইসলাম খান।

গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয় ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা। কম্পিউটারের ওপর বেসিক প্রশিক্ষণের পাশাপাশি ঘরে বসে আয় করার উপায় তাদের শেখানো হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।