ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শুরু হচ্ছে জাতীয় সাইবার গেমস চ্যাম্পিয়নশিপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১০
শুরু হচ্ছে জাতীয় সাইবার গেমস চ্যাম্পিয়নশিপ

এ বছরের জাতীয় সাইবার গেমস চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামী ৬ আগস্ট। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষ হবে ৮ আগস্ট।

উত্তরায় অবস্থিত স্কলাস্টিকা স্কুলের এসটিএম হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের নিবন্ধন শুরু হবে ২৯ জুলাই। আর শেষ হবে ৩১ জুলাই।

প্রতিযোগিতায় নির্বাচিত গেমগুলোর তালিকায় আছে কল অব ডিউটি, ফিফা ১০, কাউন্টার স্ট্রাইক, এনএফএস মোস্ট ওয়ান্টেড, ডিফেন্স অব দ্য এনসিয়েন্ট (ডটা) আর গিটার হিরো। উল্লেখ্য, এ প্রতিযোগিতা মূল বিশ্ব সাইবার গেমস এর বাংলাদেশ বাছাই পর্ব হিসেবে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রতিযোগিতায় সেরাদের জন্য থাকছে এক হাজার ডলার এবং ঢাকা-লস অ্যাঞ্জেলস-ঢাকা বিমান টিকিট। তাছাড়া বাংলাদেশে বাছাইকৃত সেরা গেমাররা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সাইবার গেমস এ সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

২৯ জুলাই থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধন করা যাবে। এ প্রতিযোগিতা আগ্রহী সবার জন্য উন্মুক্ত। অংশগ্রহণের প্রয়োজনে www.wcg.com.bd সাইটে নিয়মিত তথ্য পাওয়া যাবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১২১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।