ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি সচিবকে আইসিটি বিভাগের শুভেচ্ছা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
আইসিটি সচিবকে আইসিটি বিভাগের শুভেচ্ছা

পদোন্নতি পাওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সচিব শ্যাম সুন্দর সিকদারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আইসিটি বিভাগের কর্মকর্তারা।

গত বছরের ১৮ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত সচিব হিসেবে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগে যোগদান করেন।

সোমবার তিনি সচিব হিসেবে পদোন্নতি পান।

পদোন্নতি পাওয়ায় শ্যাম সুন্দর সিকদাল বলেন, ‘এ পদোন্নতি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের নিরন্তর কর্ম প্রয়াসকে আরও সুসংহত ও সমন্বিত করবে। নতুন আঙ্গিকে, নতুন উদ্দীপনা কাজের উৎসাহ এনে দেবে’।

এসময় সরকারে উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং

আইসিটি বিভাগের কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে দায়িত্বপালনের আহ্বান জানান।

আইসিটি বিভাগের যুগ্মসচিব আবদুল জলিল, সুশান্ত কুমার সাহা, তৌহিদা বুলবুল, উপসচিব নূরুল করিম মজুমদার, মঞ্জুর কাদির, আবদুল মান্নান,  জিল্লুর রহীম শাহরিয়ার, মাহবুবা পান্নাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সচিব, পিএটিসি’র পরিচালকসহ সংস্কৃতি মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আইসিটি বিভাগে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের( বিসিক) চেয়ারম্যান ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।