ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সৌন্দর্য সচেতনদের জন্য মাইক্রোম্যাক্স ‘ক্যানভাস সেলফি’!

আ্‌ইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
সৌন্দর্য সচেতনদের জন্য মাইক্রোম্যাক্স ‘ক্যানভাস সেলফি’!

ক্যানভাস সেলফি নামে নতুন একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে মাইক্রোম্যাক্স, ভারতীয় রুপিতে এর দাম ১৫ হাজার ৯৯৯। ভারতীয় এই মোবাইল ফোন প্রস্ত্ততকারী প্রতিষ্ঠান কেবল সেলফি-ভক্তদের চাহিদা নয়, রুপ সচেতন নারীদের পছন্দের দিকটিও গুরুত্ব দিয়ে তৈরি করেছে পণ্যটি।



নতুন এই স্মার্টফোনে দেয়া হয়েছে ১৩ এমপি ফ্রন্ট এবং মূল ক্যামেরা। অ্যান্ড্রয়েড চালিত এ হ্যান্ডসেট তুলনামূলক অধিকতর ভাল সেলফি ধারণে সক্ষম হবে এমনটা আশাবাদ প্রতিষ্ঠানের।

এ বিষযে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে, দীর্ঘ সময় বিরতি নিয়ে ক্যানভাস সেলফি বাজারে আনল মাইক্রোম্যাক্স। গত বছরের ডিসেম্বরে অ্যান্ডয়েড নির্ভর ১৩ এমপি ক্যামেরা যুক্ত সেলফি ফোন আনার ঘোষণা দিয়েছিল তারা।

বাজারে বিদ্যমান যেসব সেলফি ফোন রয়েছে সেগুলো থেকে ক্যানভাস সেলফি হবে অনন্য এমনই বিশ্বাস প্রতিষ্ঠানের। বেশি রেজ্যুলেশন সহ ক্যামেরা পার্টে আছে লেড ফ্ল্যাশ।

অন্যান্য তথ্য মতে, গাড় নীল ও সাদা রঙে আসছে মাইক্রোম্যাক্সের সেলফি। চমৎকার অবয়ব দিতে এর পছেনে মসৃন লেদার ব্যবহার করা হয়েছে। এর মূল বৈশিষ্ট্য ১.৭ গিগাহার্জ মিডিয়াটেক অক্টা কোর প্রসেসর, ২ জিবি ৠাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজসহ বাড়তি ৩২ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানোর জন্য আছে মাইক্রোএসডি কার্ড স্লট।  

ফোনটি অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাটে চলবে। পণ্যটির দুটি ক্যামেরাতে অটো ফোকাস এবং ভালমানের ছবির জন্য আছে সনি সেন্সরস।

এছাড়া সৌন্দর্য সচেতন নারীদের জন্য ক্যানভাস সেলফিতে যুক্ত বিউটি টুলগুলো

হলো ‘আই এনহেন্সমেন্ট’, যা দিয়ে চোখকে বড় ও আকর্ষনীয় করা, ‘ফেস স্লিমিং’ দিয়ে বড় আকারের মুখমন্ডলকে চিকন করা এবং দ্বৈত থুতনি থাকলে তা বাদ দেয়া যাবে। এর ‘স্কিন স্মুথেনিং’ যা দুর করবে অযাচিত দাগ, ‘টিথ হোয়াইটেনিং’ দিয়ে দাত ঝকঝকা সাদা এবং ‘রিমাভে ওয়েল‘ দিয়ে মুখের তৈলাক্ত ভাব দুর করে মুখটিকে মনের মতো সাজিয়ে নেয়া যাবে। এছাড়া মেক আপ ইফেক্ট যেমন মাসকারা, আইশেডো, ব্লাস এবং লিপ গ্লোস’র মতো দারুন প্রসাধনীগুলোও মিলবে এখানে।

৪.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে’র এ পণ্যে ডুয়্যাল সিম, থ্রিজি সমর্থন, ওয়াইফাই, ব্লুটুথ ৪.০ এবং জিপিএস সংযোগ অপশন, ২৩০০ এমএএইচ ব্যাটারি যোগে এসেছে।

এ মুহূর্তে অন্যান্য সেলফি সুবিধার ফোন যেমন ৮ এমপি’র এইচটিসি ডিজায়ার এর সথে তুলনা করে এটি নি:সন্দেহে উন্নত এবং অসাধারণ বলে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।