ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাগেরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
বাগেরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বাগেরহাট: বাগেরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

সোমবার (০২ মার্চ) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যান প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।



মেলায় স্কুল-কলেজের ক্ষুদে শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তুলে ধরছে নিজের আবিষ্কার। তাদের কেউ কেউ তৈরি করেছেন খামারবাড়ি, স্কুল, ঘরবাড়ি, বহুরুপী দালান, স্বল্প খরচের বিদ্যুৎ উৎপাদন প্লান্ট, পানি বিশুদ্ধকরণ পদ্ধতি, কম খরচের বৈদ্যুতিক বাতি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন উপকরণ।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলীম উদ্দিন, বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম ও শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন প্রমুখ।

বিজ্ঞান মেলা চলবে ০৪ মার্চ বুধবার পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।