ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিএসডিআই’তে ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড টেকনোলোজি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
বিএসডিআই’তে ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড টেকনোলোজি

বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (বিএসডিআই) চালু করেছে ডিপার্টমেন্ট অব ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড টেকনোলজিস।

এই ডিপার্টমেন্টের কোর্সগুলো ডিজাইনিং এর এমন কিছু বিষয় দিয়ে সাজানো হয়েছে যাতে একজন প্রশিক্ষণার্থী যেকোনো কোর্স করে গ্রাফিক ডিজাইন, থ্রিডি অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্টস, মোশন গ্রাফিক্স, মাল্টিমিডিয়া এডিটিং, টিভিসি মেকিং’র কাজগুলো দেশে এবং আর্ন্তজাতিক অঙ্গনে সুনামের সাথে করতে পারে।



ক্রিয়েটিভ অ্যানিমেশন শিল্পের জন্য অতি প্রয়োজনীয় কিছু কোর্স পরিচালনার মাধ্যমে দক্ষ জনবল তৈরীর লক্ষ্যে প্রতিষ্ঠানটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড টেকনোলোজি’ শুরু করে।

বিএসডিআই এর পরিচালক প্রথম ব্যাচের সকল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ২৫% শিক্ষা বৃত্তি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বনামধন্য কার্টুনিস্ট ও লেখক আহসান হাবীব, আভা থ্রিডি এর প্রতিষ্ঠাতা পরিচালক আরিফ আহমেদ, জবসবিডির সিইও কে এম হাসান রিপন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া ল্যাবের সিনিয়র অ্যাসিসটেন্ট ডিরেক্টর এস. এম রাজ্জাক এবং বিএসডিআই এর  অ্যাসিসটেন্ট ডিরেক্টর কে এম পারভেজ ববি।

‌উল্লেখ্য, সফলভাবে কোর্স সম্পন্নকারীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।

এই কার্যক্রমের কারিগড়ি পার্টনার আভা থ্রিডি এবং ক্যারিয়ার পার্টনার জবসবিডি.কম।

আরো জানা যাবে এই www.bsdi-bd.org সাইটে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।