ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তি-ভিত্তিক কার্যক্রম দ্রুত বাস্তবায়নে গুরুত্বারোপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
তথ্যপ্রযুক্তি-ভিত্তিক কার্যক্রম দ্রুত বাস্তবায়নে গুরুত্বারোপ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্যসচিব আবুল কালাম আজাদের সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) এবং আওতাধীন সংস্থা/অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি ভবনে আইসিটি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার।

আইসিটি বিভাগ ও আওতাধীন সংস্থা/অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প, কর্মসূচি, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে এসময় আলোচনা হয়।
 
এসবের মধ্যে 4 টায়ার মানের ডাটা সেন্টার স্থাপন, কালিয়াকৈর হাই-টেক পার্ক স্থাপনের জন্য ডেভেলপারের সাথে চুক্তি সম্পাদন, কালিয়াকৈর হাই-টেক পার্ক থেকে ঢাকা পর্যন্ত সংযোগ রেললাইন স্থাপন, ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেম (National E-Serviec System) দ্রুত বাস্তবায়নে গুরুত্বারোপ করেন মূখ্যসচিব। এছাড়া গবেষণা সেলের মাধ্যমে বিভিন্ন ইনোভেটিভ আইডিয়ার প্রকল্প গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
 
শুরুতেই আইসিটি বিভাগ ও অধীন সংস্থাসমূহের কর্মকান্ড নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন আইসিটি বিভাগের যুগ্মসচিব সুশান্ত কুমার সাহা।

আলোচনায় অংশ নেন বিসিসি’র নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক জসিম উদ্দিন আহমেদ, সিসিএ’র নিয়ন্ত্রক জিএম ফখরুদ্দিন চৌধুরীসহ বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির পরিচালকবৃন্দ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।