ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ‘বেশতো’র বর্ষপূর্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
বাংলা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ‘বেশতো’র বর্ষপূর্তি

দেশের একমাত্র বাংলা ভাষায় সামাজিক যোগাযোগের মাধ্যম ‘বেশতো’ (www.beshto.com ) তিন বছরে পদার্পণ করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেশতোর দুই বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে বেশতো’র নিজ কার্যালয়ে আড্ডার আয়োজন করা হয়।

এতে আমন্ত্রিত সাংবাদিকদের সামনে বেশতো র প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, তামজিদ স্পন্দন, মোবাশ্বের হোসেন, প্রযুক্তি প্রধান মেহেদী হাসান সহ সংশ্লিষ্টরা একমাত্র সম্পূর্ণ বাংলা এই সোশ্যাল সাইটের বিভন্নি কার্যক্রমসহ অর্জনের বিষয়গুলো তুলে ধরেন।

উদ্যোক্তারা জানান,  দেশে বিদেশে সকল বাংলা ভাষাভাষী ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে বেশতো জনপ্রিয়। বর্তমানে সাইটটির নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা  এক লাখ। প্রতি মাসে এখানে ২০ হাজার নতুন কনটেন্ট যুক্ত হয়। যা সকলের জন্য উন্মুক্ত। আরও জানানো হয় যাত্রার শুরু থেকে এ পর্যন্ত বেশতো’তে নানা ধরনের বিভাগ ও সেবা চালু করা হয়েছে। এগুলোর মধ্যে “প্রশ্ন উত্তর, মাইক্রো ব্লগ, বেশটুন” জনপ্রিয়।

এটি সর্বাধিক ভিসিট করা প্রথম ১০০টি দেশিয় সাইটের মধ্যে একটি। আরো জানানো হয়, এরইমধ্যে মোবাইল ভার্সন চালু হয়েছে। ৫০ শাতাংশের বেশি ব্যবহারকারী মোবাইলের মাধ্যমে এটি ব্যবহার করে।   উইকিপিডিয়ার পরে বেশতোকে বাংলা কনটেন্টের সবচেয়ে বড় তথ্য ভান্ডার হিসেবেও মনে করছেন উদ্যোক্তারা।

বেশতোর প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর বলেন, ইন্টারনেটে বাংলা কনটেন্ট কম। যে দিকটি বিবেচনায় নিয়ে আমরা ভালো মানের বাংলা কনটেন্ট বৃদ্ধি এবং গ্রাম বাংলার অনেক বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে, সেগুলোকে বেশতোর মাধ্যমে ফিরিয়ে আনতে চাই।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।