ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাশ্রয়ী দামে স্মার্টফোন সিম্ফনি এক্সপ্লোরার ভি ৫৫

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
সাশ্রয়ী দামে স্মার্টফোন সিম্ফনি এক্সপ্লোরার ভি ৫৫ স্মার্টফোন সিম্ফনি এক্সপ্লোরার ভি ৫৫

ঢাকা: স্মার্টফোন কেনার সময় যারা আধুনিক ফিচারের পাশাপাশি এর দামের কথাও বিবেচনায় রাখতে পছন্দ করেন, তাদের জন্য এবার দেশের বাজারে সিম্ফনি নিয়ে এসেছে, এক্সপ্লোরার সিরিজের ভি ফিফটিফাইভ নামে নতুন একটি স্মার্টফোন।
 
দেশের যে কোনো মোবাইল আউটলেটে এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে, একেবারে নাগালের মধ্যেই মাত্র ৬,৫৯০ টাকায়।



বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সিম্ফনি।   

মধ্যবিত্ত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য প্রতিবারের মতো এবারও সিম্ফনি তাদের এই হ্যান্ডসেটটিতে প্রত্যেকটি ফিচারের দিকে বিশেষভাবে নজর রেখেছে। বিশেষ করে এর ৪.৫ ইঞ্চি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে, ফুল ওয়াইড ভিজিএ প্রযুক্তি, যা সবসময় একটি সাবলীল ও সুন্দর রেজুলিউশনে ছবি দেখতে সাহায্য করবে। এর শক্তিশালী ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা প্রতি মুহূর্তে দারুণ সব ছবি তুলে রাখতে পারবে।

এতে থাকছে, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর চিপ যা, এক সঙ্গে একাধিক অ্যাপস চালাতে সক্ষম। সবরকম গেমস, ভিডিও, ছবি ও অ্যাপস মোবাইলে রাখার জন্য এতে থাকছে ৪ জিবি ইন্টারনাল মেমোরি, যা চাইলে পরবর্তীতে ৩২ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে।

পাশাপাশি এর ১৭০০ এমএএইচ ব্যাটারি দীর্ঘক্ষণ মোবাইল চালু রাখতে সক্ষম।
 
এর জি এবং এক্সেলেরোমিটার সেন্সর দিয়ে যেমন সবসময় মোবাইলের অবস্থান অনুযায়ী  স্ক্রিন রোটেশন বদলে যাবে, তেমনি খেলা যাবে টেম্পল রান, অ্যাস্ফল্ট রেসের মতো বিশ্বখ্যাত ফ্রি গেমসগুলোও। আর এর লাইট ও প্রক্সিমিটি সেন্সর কানের কাছে মোবাইল আনলে নিজে থেকেই আলো কমিয়ে দেয়, যা দীর্ঘ সময় ব্যাটারি চালু রাখতে সাহায্য করে।
 
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।