ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কানাডায় বাংলাদেশের আইসিটি ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য বেসিসের

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
কানাডায় বাংলাদেশের আইসিটি ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য বেসিসের

কানাডার বাজারে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসার প্রসার ও বিনিয়োগ বাড়াতে যৌথভাবে কাজ করবে বেসিস, কানাডিয়ান হাই কমিশন ও কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ক্যানচেম)। শিগগিরই এই লক্ষে দ্বিপাক্ষিক আলোচনায় বসা হবে।

ইতোমধ্যেই এ বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছে প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি শামীম আহসান রোববার ঢাকাস্থ কানাডীয় হাই কমিশন ও কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচেম) এর আয়োজনে সোনারগাঁ হোটেলে ‘শোকেস কানাডা ২০১৫’ শীর্ষক বাণিজ্য ও শিক্ষা মেলায় আইটি অবকাঠামো ও ই-কমার্স শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম-সচিব শ্যামা প্রসাদ ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে কানাডার হাইকমিশনার বেনওয়া পিয়েরে লাঘামে বলেন, বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশ ও কানাডা অনেক ভালো অবস্থানে রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ২০০ কোটি ডলার। এই সম্পর্ক উন্নয়নে আগামীতেও সম্মিলিতভাবে কাজ করা হবে।

অনুষ্ঠানে দেশের তথ্যপ্রযুক্তির অবকাঠামো ও ই-কমার্সের বর্তমান অবস্থা নিয়ে বিশদ উপস্থাপন করেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ। ই-কমার্সে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর তুলনায় বাংলাদেশে ই-কমার্সের অগ্রগতি খুবই দ্রুত। তাই একথা নি:সন্দেহে বলা চলে, বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও ই-কমার্সে দ্রুতই বিপ্লব ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যানচেম সভাপতি মাসুদ রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, সোগেমা টেকনোলজিসের ভাইস-প্রেসিডেন্ট ডন জোয়িচ, ফ্লোরা টেলিকমের চেয়ারম্যান মোস্তফা রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।