ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এক আইফোনই ২৭ কোটি! (ভিডিও)

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
এক আইফোনই ২৭ কোটি! (ভিডিও)

ঢাকা: এমনিতেই আইফোন-৬ এর দাম সাধারণের ধরাছোঁয়ার বাইরে, তার উপর তার অঙ্গে যদি যুক্ত হয় মণি-মুক্তা, তাহলে তো কথাই নেই!

হ্যাঁ, সেটাই। ভারতের জুয়েলারি হাউজ গোল্ডজেনির কাণ্ড শুনলে আপনার মুখটা স্রেফ হা হয়ে যাবে।

ভালেন্টাইন ডে-কে সামনে রেখে তারা বাজারে এনেছে সোনা আর হীরাখচিত বিশেষ আইফোন-৬।

ভারতীয় বাজারে ‘হীরের টুকরো’ এ আইফোনের দাম রাখা হয়েছে মাত্র ২২ কোটি রুপি! বাংলাদেশি টাকায় গুনতে হবে প্রায় সাড়ে ২৭ কোটি টাকা! আছে কোনো প্রেমিকের বুকের পাটা!

নিশ্চয় মুখ বেকিয়ে ভাবছেন, কী এমন রয়েছে এতে, যার জন্য এত দাম!

শুনুন গোল্ডজেনির কাছেই, আইফোনটির প্লেট তৈরিতে ব্যবহার করা হয়েছে ২৪ ক্যারেট সোনা আর অঙ্গজুড়ে শতাধিক ঝকমকে হীরা।

এর মধ্যে গতানুগতিক সাদা হীরার পাশাপাশি শোভা পাচ্ছে সাফির, করানডাম, টোপাজ, এমার্ল্ডস, রুবি, টুর্মালাইনস ও টানজানাইট।

তাহলে আর কী! প্রিয়জনকে ২৭ কোটির এ আইফোন উপহার দিয়ে ভালোবাসার প্রমাণ দিন!



বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।