ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভাষা শহীদদের স্মরণে ডিজিটাল ওয়ার্ল্ডের নানা জোন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
ভাষা শহীদদের স্মরণে ডিজিটাল ওয়ার্ল্ডের নানা জোন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ডিজিটাল ওয়ার্ল্ড, বিআইসিসি থেকে: ১৯৫২সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’ এ পাঁচটি জোন তৈরি করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এ তথ্যপ্রযুক্তি উৎসবের জোনগুলোর প্রতিটি গেটের নাম দেওয়া হয়েছে শহীদদের নামে।



‘ফিউচার ইজ হেয়ার’ স্লোগানে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে চার দিনব্যাপী (৯-১২ ফেব্রুয়ারি) এই উৎসব।

ডিজিটাল ওয়ার্ল্ডের প্রথম জোনটির নামকরণ করা হয়েছে ভাষা শহীদ আবদুল জব্বারের নামে। এখানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রদর্শন ছাড়াও রয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদের তৈরি সোলার কার আর ড্রোন।

ডিজিটাল গভারর্নেন্স এক্সপো জোনের নামকরণ করা হয়েছে ভাষা শহীদ শফিকুর রহমানের নামে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোর ডিজিটালাইজ কার্যক্রমের প্রদর্শন করা হচ্ছে এই জোনে।

ভাষা শহীদ আবুল বরকতের নামে ই-কমার্স এবং রফিক উদ্দিনের নামে মোবাইল ইনোভেশন বিভাগের নামকরণ করা হয়েছে।
 
দেশি-বিদেশি সফটওয়ারের প্রদর্শনীস্থল ‘সফট এক্সপো’র নামকরণ করা হয়েছে শহীদ আবদুস সালামের নামে।

বিশ্বের ২৫টি দেশের ৮৫ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের মিলন মেলা ঘটছে এই মেলায়।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে ডিজিটাল ওয়ার্ল্ডের আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

** প্রবাসী কল্যাণের প্যাভিলিয়ন ভাঙচুর, আটক ২
** ৮০ শতাংশ মানুষকে আইটি প্রশিক্ষণ দিতে হবে
** আইটিখাতে রফতানি আয় হবে এক বিলিয়ন ডলার
** জরুরি প্রয়োজনে ‘ড্যাফোডিল ড্রোন’
** মিনিস্ট্রিয়াল কনফারেন্সে শুরু দ্বিতীয় দিন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।