ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ওয়েবসাইট তৈরিতে ৫০ শতাংশ ছাড়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
ওয়েবসাইট তৈরিতে  ৫০ শতাংশ ছাড়

ঢাকা: ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ উপলক্ষে ওয়েবসাইট ও ই-কমার্স তৈরিতে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ই-সফট।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



এতে বলা হয়, মেলায় ই-কমার্স  জোন  এক নম্বর স্টলে এসে যে কেউ এই সুযোগ নিতে পারেন। মেলা চলাকালীন সময়ে ওয়েবসাইট ও ই-কমার্স এর জন্য ফ্রি পরামর্শও দেওয়া হবে।

এছাড়া ই-সফট এর স্টলে  রয়েছে চার দিনব্যাপী  বিভিন্ন আইটি কুইজ প্রতিযোগিতা ও উপহার জিতে নেওয়ার সুযোগ।
বিস্তারিত www.esoft.com.bd,ঠিকানায় জানা যাবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।