ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‌এসো ডট কমে ভ্যালেন্টাইন কনটেস্ট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
‌এসো ডট কমে ভ্যালেন্টাইন কনটেস্ট

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে (ভালবাসা দিবস)। দিনটি উপলক্ষে দেশিয় ই-কমার্স প্রতিষ্ঠানে নানা রকমের অফারের ছড়াছড়ি।

এসো ডট কম (www.esho.com) রয়েছে সেই তালিকায়। ভালবাসার মানুষকে সঙ্গে নিয়ে দিনটি আরো আনন্দময় করে তুলতে ই-কমার্স প্রতিষ্ঠানটি ভিন্ন ধরনের আয়োজন করেছে।

সুত্র মতে, দিবসটি উপলক্ষ্যে এসো ডট কম আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের জয়ী হওয়ার লক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট লিংক শেয়ার দিতে হবে। লিংকটি যে যতো বেশি শেয়ার করবে তার জেতার সম্ভাবনা ততোই বেশি। কারণ সর্বোচ্চ ২০ জনকে এর মধ্যে থেকে নির্বাচিত করা হবে।

বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১৩ ফেব্রুয়ারি। ভাগ্যবান বিজয়ীদের জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কার।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম জানান, প্রতিযোগিতা ছাড়াও দিনটিকে ঘিরে চলছে বিশেষ ছাড়। ভালোবাসা দিবসের এমন আয়োজন আগামীতেও করা হবে আশাবাদ করেন তিনি।

 এই লিংকের www.facebook.com/eshobd মাধ্যমে আগ্রহীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।