ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রূপগঞ্জে সরকারি কর্মকর্তারা পেলেন ট্যাবলেট পিসি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
রূপগঞ্জে সরকারি কর্মকর্তারা পেলেন ট্যাবলেট পিসি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়নগঞ্জ): ইনফো-সরকার প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের ট্যাবলেট পিসি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ৩১ জন সরকারি কর্মকর্তাকে একটি করে ট্যাবলেট পিসি দেওয়া হয়।



ট্যাবলেট পিসি বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেনের সভাপতিত্ব করেন। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।

এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া ও ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা।

অনুষ্ঠানে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মুরাদুল হাসান, মৎস্য কর্মকর্তা এলিজ ফারজানা, শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম সরকার, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আলীম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, সমবায় কর্মকর্তা মির্জা ফারজানাসহ অনেকে উপস্থিত ছিলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্বাবধায়নে ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার) প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তাদের মধ্যে ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।