ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুজব মোকাবেলায় ফলস নিউজ স্টোরি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
গুজব মোকাবেলায় ফলস নিউজ স্টোরি

ঢাকা: বিল গেটসের ফেসবুকের ছবি পোস্ট করলে পাঁচ হাজার ডলার পুরস্কার! এ জাতীয় ‘গুজব’ ভিত্তিক সংবাদ চিহ্নিত কর‍ার উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক। তাই ‘ফলস নিউজ স্টোরি’ নামে একটি অপশন চালু করছে তারা।



এক ব্লগে ফেসবুক জানায়, ব্যবহারকারীরা তাদের ফেসবুক পোস্টে গুজব ভিত্তিক সংবাদ দেখলে তা কর্তৃপক্ষকে অবগত করতে পারবেন। তবে এ ধরনের ‘গুজব’ বা ‘মিথ্যা’ সংবাদ মুছে ফেলতে বা সংবাদটির সত্যতা যাচাইয়ে কোনো দায়িত্ব ফেসবুক নেবেনা।

ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইরিক ওয়েনস এ বিষয়ে ব্লগ পোস্টে বলেন, ‘ভুল তথ্য দেয় ও ভিত্তি নেই এমন সংবাদ আমরা নিউজ ফিড অপশনে দেখতে চাই ‍না’, ব্যবহারকারীদের কাছ থেকে এ জাতীয় মন্তব্য পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিই।

অপর এক ব্লগে একই কথা উল্লেখ করেন ফেসবুকের গবেষণা বিজ্ঞানী উদি উইন্সবার্গ।

 ‘ফলস নিউজ স্টোরি’ চালুর মাধ্যমে ব্যবহারকারীর কাছে কোনো সংবাদ গুজব বা ভুয়‍া মনে হলে তা বিবেচনায় নেবে ফেসবুক। এর ভিত্তিতে যে পোস্টটিতে এ ধরনের বেশি কমেন্ট পড়বে, পরবর্তীতে সে পোস্টের বিষয়ে ‘ব্যবহারকারীরা জানিয়েছেন সংবাদের কন্টেটে ভুল তথ্য রয়েছে’ এ ধরনের একটি মেসেজ দেবে ফেসবুক।  

এটি একটি প্লাটফর্ম, প্রকাশনা নয়। তাই এ বিষয়ে কোনো দায়দায়িত্ব আমাদের নেই বলেও জানিয়েছে ফেসবুক।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।