ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বরগুনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বরগুনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

বরগুনা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের উদ্যোগে তিন দিনব্যাপী শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে বরগুনা শহীদ মিনার প্রাঙ্গণে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।



বরগুনা জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।

এ উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।  

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষ) শাওগাতুল আলম।

বিশেষ অতিথি ছিলেন, বরগুনা পুলিশ সুপার সাইফুল ইসলাম, বরগুনা জেলা পরিষদ প্রশাসক জাহাঙ্গীর কবির, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, পৌর মেয়র শাহাদাত হোসেন, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি হাসানুর রহমান ঝন্টু ও জেলা এনজিও ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা।

লোকবেতার এফএম ৯৯.২ মেলায় মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে। মেলায় জেলার স্কুল-কলেজ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ ৫০টির বেশি স্টল রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।