ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন এ-থ্রি মাল্টিফাংশনাল কালার ইঙ্কজেট প্রিন্টার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
নতুন এ-থ্রি মাল্টিফাংশনাল কালার ইঙ্কজেট প্রিন্টার

ব্রাদার ব্র্যান্ডের ‘এমএফসি-জে২৩২০ মডেলের’ মাল্টিফাংশনাল কালার ইঙ্কজেট প্রিন্টার বাংলাদেশের আইটি মার্কেটে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড।

প্রিন্টারটি এ-থ্রি সাইজের রঙ্গীন বা সাদা-কালো ডকুমেন্ট প্রিন্ট করার পাশাপাশি এ৪-সাইজের ডকুমেন্ট স্ক্যান, কপি, ফ্যাক্স, পিসি ফ্যাক্স, ডাইরেক্ট ফটো প্রিন্ট ডিভাইস হিসেবে কাজ করে।



পিসি বাদে পণ্যটি আলাদা ডিভাইস হিসেবে  ফ্যাক্স, কপিয়ার বা ফটো প্রিন্টার হিসেবে ব্যবহার করা যায়। সহজে ইমেজ নেভিগেশন ও প্রিভিউ দেখার জন্য প্রিন্টারটিতে রয়েছে ২.৭ ইঞ্চির স্পর্শকাতর নিয়ন্ত্রিত কালার এলসিডি ডিসপ্লে।  

প্রিন্টারটির সাদা-কালো প্রিন্টের গতি ৩৫ পিপিএম, রঙ্গীন প্রিন্টের গতি ২৭ পিপিএম, প্রিন্ট রেজ্যুলেশন ১২০০ বাই ৬০০০ ডিপিআই। এতে বিল্ট-ইন ওয়্যারলেস এবং ইথারনেট থাকায় সহজেই নেটওয়ার্কের মাধ্যমে বহু ব্যবহারকারী ব্যবহার করতে পারে এবং ডুপ্লেক্স ফিচার থাকায় উভয় পৃষ্ঠায় প্রিন্ট দেয়া যায়।

 এছাড়া রয়েছে ২৫০-পৃষ্ঠা পেপার ইনপুট ট্রে, ৩৫-পৃষ্ঠা অটো ডকুমেন্ট ফিডার ফিচার ।

আধুনিক মানের এই প্রিন্টারটির দাম পড়বে ১৫ হাজার ৮’শ টাকা।

বাংলাদেশ সময়:১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।