ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হোয়াটস অ্যাপে ভয়েস কল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
হোয়াটস অ্যাপে ভয়েস কল

ঢাকা: প্রতিদ্বন্দ্বী স্কাইপেসহ অন্যান মেসেজিং অ্যাপের সঙ্গে পাল্লা দিতে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপে যুক্ত হচ্ছে ভয়েস কল। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারী যেভাবে টেক্সট মেসেজ পাঠাতেন, একইভাবে ভয়েস কল করতে পারবেন।



ডাচ সাইট অ্যান্ড্রয়েডওয়ার্ল্ড-এ সংক্রান্ত একটি ছবি পোস্ট করেছে। যা উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

হোয়াটস অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী তার হ্যান্ডসেট বা ব্লুটুথ হেডসেটের মাধ্যমে এ ভয়েস কল করতে পারবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

সম্প্রতি মেসেজ প্রেরণ ও দেখা সংক্রান্ত ‘চিহ্ন’ আপডেট করেছে হোয়‍াটস অ্যাপ। এর ফলে কোনো মেসেজ দেখা হলে তার সঙ্গে দু’টি নীল রঙের টিক চিহ্ন দেখা যাবে।

এ সংক্রান্ত বিস্তারিত জানতে হোয়াটস অ্যাপ এফএকিউ পেজে ভিজিটের জন্য অনুরোধ জানানো হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৯ বিলিয়ন ডল‍ারে হোয়াটস অ্যাপকে কিনে নিয়ে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।