ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিজনেস অ্যাপ্লিকেশন তৈরিতে অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
বিজনেস অ্যাপ্লিকেশন তৈরিতে অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল

ঢাকা: ব্যক্তিগত ডকুমেন্ট, ব্যবসায়িক হিসাব, পরিসংখ্যান এবং লজিক্যাল ক্যালকুলেশন সবই এক্সেল-এ করা সম্ভব। এছাড়াও নিজে নিজে বিজনেস অ্যাপ্লিকেশন তৈরিতে বুকবিডি সিরিজ রচিত অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল-২০১৩ বইটি আপনাকে সাহায্য করবে।

 

বইয়ে এক্সেল’র বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটি বিষয় আলোচনা করা হয়েছে। যেমন- ডেটা এন্ট্রি ফর্ম তৈরি, এক্সেল প্রোগ্রাম কাস্টমাইজেশন, ওয়ার্কশিট ডিজাইন, ফর্মুলা, ফাংশন, চার্ট, ম্যাক্রো, ডেটাবেজ ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এছাড়া অনেকগুলো বাস্তবধর্মী প্রজেক্ট যেমন স্যালারি নির্ধারণ, বিদ্যুৎ বিল ক্যালকুলেশন, রেজাল্ট শিট ইত্যাদি তৈরি দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।