ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলালিংক বাংলাদেশ উৎসব ২৬ ডিসেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
বাংলালিংক বাংলাদেশ উৎসব ২৬ ডিসেম্বর ছবি: রাশেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘বাংলালিংক বাংলাদেশ উৎসব-২০১৪’ আয়োজন করতে যাচ্ছে মোবাইল অপারেটর বাংলালিংক।

আগামী ২৬ ডিসেম্বর রাজধানীর রমনা পার্ক জুড়ে হবে এই আয়োজন।

 

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সাংস্কৃতিক উৎসব আয়োজনের ঘোষণা দেয় বাংলালিংক।

আয়োজকদের দাবি, দিনব্যাপী এই আয়োজনটি হবে দেশের ইতিহাসে এ যাবৎকালের বৃহত্তম সাংস্কৃতিক উৎসব।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বাংলালিংকের হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশন শারফুদ্দিন আহমেদ চৌধুরী ও হুয়াওয়ে টেকনোলজিসের হেড অব মার্কেটিং শাফায়েত আলম।

হুয়াওয়ে এই প্রথমবারের মতো বাংলালিংকের পার্টনার হিসেবে এই আয়োজনে অংশ নিচ্ছে।

আয়োজকরা জানান, এই উৎসবের অন্যতম উদ্দেশ্য হলো- রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা ও নাটক থেকে শুরু করে কাজী নজরুল ইসলামের গান ও কবিতা, লালন সঙ্গীত, গম্ভীরা, শাহ আবদুল করিম ও হাছন রাজার গানের জয়ধ্বনিতে সবাইকে উজ্জীবিত করে তোলা।

সেই সঙ্গে থাকবে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা, বইমেলা, পুতুল নাচ ও নাগরদোলার আয়োজন। উৎসবে সব বয়সের শ্রোতা-দর্শনার্থীরা অপার আনন্দে বাংলাদেশের অন্যতম সেরা সাংস্কৃতিক অনুষ্ঠানমালা উপভোগ করতে পারেন।

শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশে যাত্রা শুরুর সময় থেকেই বাংলালিংক নিরলসভাবে এ দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের উন্নয়নে কাজ করে চলেছে।

সারা বছর জুড়ে বাংলালিংক এদেশে বহু অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।