ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাবি’তে ‘ইয়ুথ পার্লামেন্ট টু এক্সপ্লোর ফিউচার বাংলাদেশ’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
ঢাবি’তে ‘ইয়ুথ পার্লামেন্ট টু এক্সপ্লোর ফিউচার বাংলাদেশ’

১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সেনেটভবনে অনুষ্ঠিত হবে “ইয়ুথ পার্লামেন্ট টু এক্সপ্লোর ফিউচার বাংলাদেশ প্রোগ্রাম”। দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউণ্ডেশন (ওয়াইডিওয়াইএফ)।



ইয়ুথ পার্লামেন্ট প্রোগ্রামের উদ্দেশ্য হলো দেশের তরুণ-তরুণীরা যাতে ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে পারে সেই উপযোগী করে গড়ে তোলা। কেননা বাংলাদেশের মোট জনসংখ্যা  প্রায় ১৬ কোটি। এর মধ্যে ১০ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীর সংখ্যা ৪ কোটি ৭৬ লক্ষ যা মোট জনসংখ্যার ৩০%।

এ পার্লামেন্টে দেশের প্রতিটি উপজেলা থেকে একজন যুবক-যুবতী অংশগ্রহণ করে নিজ উপজেলার প্রতিনিধিত্ব করবে, নিজেদের মধ্যে মত বিনিময় করবে। একইসাথে দেশের নীতি-নির্ধারকদের কাছে তাদের চিন্তা-ভাবনাকে তুলে ধরবে।

দিনব্যাপী এ প্রোগ্রামে থাকছে তিনটি প্লিনারী সেশন- “আইসিটি ফর এন্ট্রিপ্রেনারশিপ,” “হিউম্যান রাইটস অ্যাণ্ড গুড গভর্ণেন্স,”  “এডুকেশন ফর ফিউচার ইকনোমি অ্যান্ড লিডারশিপ। ”

বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক ড: আনিসুজ্জামান,বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন এনডিসি, আইসিটি ডিভিশনের সচিব শ্যাম সুন্দর শিকদার,  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)চেয়ারম্যানমোঃ সবুর খান।

ই-ক্যাব’র সভাপতি রাজিব আহমেদ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, ড: বদিউল আলম মজুমদার দ্যা হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট অ্যাণ্ড কান্ট্রি ডিরেক্টর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন, সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি (বেলা), ম হামিদ প্রাক্তন ডিজি বাংলাদেশ টেলিভিশন এবং অ্যাডভোকেট নুরজাহান আক্তার মুক্তা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

রূপালি ব্যাঙ্ক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক লি: (ইউসিবিএল) প্রোগ্রামটিতে পৃষ্ঠপোষকতা করছে।

আর সহযোগি হিসেবে আছে আইসিটি ডিভিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় (লোক প্রশাসন), ধ্রুবতারা সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গ্যানাইজেশন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), ঢাকা ট্রিবিউন, আজাদ আর্ট হল, ন্যাশনাল ব্যাঙ্ক এবং আপনজোন.কম।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।