ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেসিস সভাপতির পিতার জীবনাবসান

-- | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
বেসিস সভাপতির পিতার জীবনাবসান

ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি শামীম আহসানের পিতা বুধবার রাত সাড়ে ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রন্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।



মোহাম্মদ শহীদ উল্লাহ রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউন এর সাবেক প্রেসিডেন্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সদস্য এবং একজন সমাজসেবক ছিলেন। স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

বৃহস্পতিবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাযা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

তার আত্মার মাগফিরাত কামনায় ১৩ ডিসেম্বর শনিবার বাদ আসর গুলশান আজাদ মসজিদ, ১১১ গুলশান এভিনিউ, গুলশান-২ এ মিলাদ অনুষ্ঠিত হবে।

বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে সবাইকে মিলাদে থাকতে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২০ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।