ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি প্রশিক্ষণে জবসবিডি-ড্যাফোডিলের বৃত্তি ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
আইসিটি প্রশিক্ষণে জবসবিডি-ড্যাফোডিলের বৃত্তি ঘোষণা

ঢাকা: প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি স্বল্পমেয়াদী আইসিটি শিক্ষা দেওয়ার মাধ্যমে আত্মনির্ভরশীল মানুষ গড়ে তুলতে দ্বিতীয়বারের মতো বিশেষ বৃত্তি ঘোষণা করেছে জবসবিডিডটকম এবং ড্যাফোডিল ফাউন্ডেশন।

বুধবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বৃত্তি প্রকল্পের আওতায় মোট ৫০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণের মোট খরচের ৭০ শতাংশ পর্যন্ত ড্যাফোডিল ফাউন্ডেশন বহন করবে।

বিভিন্ন মোয়াদী কোর্সগুলোর মধ্যে থাকবে সিসিএনএ, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, মাল্টিমিডিয়া ভিডিও এডিটিং, অনলাইন আউটসোর্সিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, জাভা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডাটাবেজ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, লিনাক্স, কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্ক, গ্রাফিক্স ডিজাইন, থ্রিডি অ্যানিমেশন, কম্পিউটার সফট্ওয়্যার ডেভেলপমেন্ট ইন মাইক্রোসফট প্লাটফর্ম এবং মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট।

আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ওয়েবসাইট (http://scholarship.jobsbd.com/) ভিজিট করতে অথবা ০১৭১৩৪৯৩১৫৯ ও ০১৮১১৪৫৮৮৩৫ নম্বরে যোগাযোগ করার আহবান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।