ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লেনোভোর `সেলস ট্রেনিং’ অনুষ্ঠিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
লেনোভোর `সেলস ট্রেনিং’ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীর পান্থপথের গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের প্রধান কার্যালয়ে বুধবার ‘লেনোভো সেলস ট্রেনিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লেনোভোর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হাসান রিয়াজ জিতুর পরিচালনায় ঢাকার বসুন্ধরা সিটি মার্কেটের ট্যাবলেট পিসি এবং মোবাইল ফোন পণ্যের ডিলার, রিসেলার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই কর্মশালায় অংশগ্রহন করেন।

কর্মশালাটিতে পণ্য বিপণন সম্পর্কিত ভিডিও চিত্র, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তাত্ত্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।

এ সময় লেনোভো পণ্য ব্যবস্থাপক খন্দকার খালেদ বিন আহমেদ, গ্লোবাল ব্র্যান্ডের বিজনেজ ডেভেলপমেন্ট ম্যানেজার সমীর কুমার দাস, সেলস ম্যানেজার মিজানুর রহমানসহ লেনোভো ট্যাবলেট পিসি বিপণন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গ্রাহক সেবা এবং পণ্য বিক্রয়-সেবার মান উন্নয়নের উদ্দেশ্যেই কর্মশালাটির আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।