ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাল্টিপ্ল্যান সেন্টারে ‘আসুস উইক’ প্রদর্শনী

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
মাল্টিপ্ল্যান সেন্টারে ‘আসুস উইক’ প্রদর্শনী

বিশ্বখ্যাত আসুসের পণ্য সামগ্রী নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে শুরু হয়েছে ‘আসুস উইক’ শীর্ষক প্রদর্শনী।

৪ দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীর আসুস প্যাভিনিয়নে সর্বশেষ প্রযুক্তি-নির্ভর আসুস নোটবুক, ট্যাবলেট পিসি, ডেস্কটপ পিসি, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, নেটওয়ার্কিং পণ্য, অল-ইন-ওয়ান পিসি সহ বিভিন্ন পণ্য-সামগ্রী পাওয়া যাচ্ছে।

  এছাড়া আগত দর্শনার্থীরা এখানে আসুস পণ্য পরিচিতি এবং পণ্যগুলো ব্যবহারের নিয়ম সরাসরি দেখে-বুঝে নিতে পারছেন।

প্রদর্শনী উপলক্ষ্যে আসুস নোটবুক বা ট্যাবলেট পিসি’র সঙ্গে উপহার হিসেবে রয়েছে টি-শার্ট। মাল্টিপ্ল্যান সেন্টারে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের শাখা অফিস এবং প্রতিষ্ঠানের সকল ডিলার প্রতিষ্ঠানে প্রদর্শনী চলাকালীন ‘২৩ নভেম্বর’ অফারটি উপভোগ করা যাবে।  

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।