ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সার্চ হিস্টরি রেকর্ড করে ফেসবুক!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
সার্চ হিস্টরি রেকর্ড করে ফেসবুক!

ঢাকা: ফেসবুক অ্যাকাউন্ট আছে অথচ একবারও সার্চ অপশন ব্যবহার করেননি এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আবার অনেক ব্যবহারকারীই আছেন যারা নিয়মিত সার্চ অপশনের মাধ্যমে খুঁজে ফেরেন তার মনের মানুষ!

যে যাই কিছু খুঁজেন না কেন, আপনার অজান্তেই তার সবই রেকর্ড করে ফেসবুক।

তবে বিষয়টি মোটেও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন নয় বলে জানিয়েছে ফেসবুক।

এ বিষয়ে ফেসবুকের বক্তব্য, ব্যবহারকারী সুবিধার্থে সার্চ রেকর্ডগুলো রেকর্ড করা হয়। আর এটি শুধুমাত্র ব্যবহারকারী নিজেই দেখতে পারেন।

তবে কেউ চাইলে রেকর্ডগুলো ডিলিট করতে পারেন। তার উপায়ও বলে দিচ্ছে ফেসবুক।

আপনার ফেসুবক পেজের ডান দিকে সেটিংসের উপরে অ্যাকটিভিটি লগ অপশনে যান। এরপর বামদিকে ফটো, লাইক, কমেন্টস লেখার নিচে মোর অপশনে ক্লিক করুন। বাম পাশেই সার্চ নামে একটি অপশন আসবে। এখানে সার্চ অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন এখন পর্যন্ত ফেসবুকে আপনার সার্চের হিস্টরি। এরপর ডানদিকে উপরে ক্লিয়ার সার্চ লেখায় ক্লিক করলে সার্চ সব হিস্টরি ডিলিট হয়ে যাবে।

ক্লিক করার আগে ভাবুন.....!

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।