ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় অনলাইন পেশাজীবীদের সম্মেলন ১৪ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৪
ঢাকায় অনলাইন পেশাজীবীদের সম্মেলন ১৪ নভেম্বর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক গ্রুপ বাংলাদেশ ইন্টারনেট প্রফেশনালস কমিউনিটি (বিআইপিসি) দেশে প্রথমবারের মতো তরুণ অনলাইন পেশাজীবীদের নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।

আগামী ১৪ নভেম্বর রাজধানীর গুলিস্তান পার্কের মহানগর নাট্যমঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।



তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করবেন।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে বেসিস অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সম্মেলনের আহ্বায়ক ও এক্সপোনেন্ট ইনফো সিস্টেমের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম সংবাদ সম্মেলনে জানান, বর্তমানে দেশে প্রায় সাত লাখ অনলাইন পেশাজীবী রয়েছে। অভিজ্ঞতা বিনিময়সহ নানা কারণে অনলাইনে এসব পেশাজীবীদের যোগাযোগ হলেও সবাই এক জায়গায় মিলিত হওয়ার সুযোগ খুব কম পান।

পারস্পারিক অভিজ্ঞতা বিনিময়, সফলদের নানা গাইডলাইন পেতে ও সম্পর্ককে আরও জোরদার করতে এ সম্মেলনের আয়োজন।

দিনব্যাপী এ সম্মেলনে অনলাইন পেশাজীবীদের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ইল্যান্স-ওডেস্ক এর উচ্চপদস্থ কর্মকর্তারাসহ তথ্যপ্রযুক্তিখাতের সফল ব্যক্তিত্বরা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।

সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশের তথ্যপ্রযুক্তিখাতের সফল ব্যক্তিত্ব ছাড়াও দেশে অনলাইনে কর্মরত অন্তত এক হাজার তরুণ পেশাজীবী এ সম্মেলনে অংশ নেবেন।

আগ্রহীরা http://bipcconference.com/reg/registration.php ঠিকানায় নিবন্ধন করতে পারবেন। এজন্য ৩০০ টাকা ফি দিতে হবে।

ওডেক্স হেল্প, পিএইচপি এক্সার্ট, বিআইএমপিএ, এসইও বিডি, আর আর ফাউন্ডেশন, ইনভাটো বাংলাদেশ, অ্যাফিলিয়েট মার্কেট বিডি, ওয়ার্ডপ্রেসিয়ন, চাকরি খুঁজব না চাকরি দেব, বি ডিজাইনার, ওয়ার্ড প্রেস টু স্ম্যাশিংসহ সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে যুক্ত বিভিন্ন গ্রুপ সম্মেলনে অংশ নেবে।
 
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে রয়েছে বিজনেস লিডার, স্যোশাল আমব্রেলা, রিকগনিশন অব কন্ট্রিবিউশন, নেটওয়ার্কিং, লার্নিং, ফান অ্যান্ড এন্টারটেইনমেন্ট, এক্সপেরিয়েন্স শেয়ারিং, স্পন্সর শোকেজ, মিট দ্যা আইকন, গেমস ও ৠাফেল ড্র।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ পর্যন্ত ৪৪ জেলা থেকে আগ্রহীরা নিবন্ধন করছেন, নিবন্ধনে দ্রুত সাড়া পাওয়া যাচ্ছে।

এ সম্মেলন অনলাইন পেশাজীবীদের আয়ের ক্ষেত্রে আরো কার্যকর ভূমিকা পালন করবে।

সম্মেলনের বিস্তারিত তথ্য www.bipcconference.com ও ফেসবুক পেজ www.facebook.com/groups/virtualbipc -এ পাওয়া যাবে।

সম্মেলন আয়োজনের যুগ্ম-আহ্বায়ক ও বিজনেস অ্যাপ স্টেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন, ডেভসটিম লিমিটেডের তাহের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে স্পন্সর হিসেবে রয়েছে এখানেই ডটকম, পেওনিয়ার, জুমশেপার, ইল্যান্স-ওডেক্স, ক্রিয়েটিভ আইটি, আজতের ডিল ডটকম, এক্সএকাডেমি, ডেভসটিম লি., ওয়েবকোড ইনস্টিটিউট, সফটেক আইটি, নিলামবাজার ডটকম।

আর বেসিস, থিমএক্সপার্ট ও নিজল অফিসিয়াল পার্টনার ও স্যোশাল পার্টনার হিসেবে থাকবে বেশতো ডটকম।
 
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।