ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পরিধেয় ফিটনেস ডিভাইস আনলো মাইক্রোসফট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪
পরিধেয় ফিটনেস ডিভাইস আনলো মাইক্রোসফট

ঢাকা: ব্যবহারকারীর ঘুম ও স্বাস্থ্য সম্পর্কিত বার্তা দেবে এমন সুবিধা সম্পন্ন পরিধেয় ফিটনেস ডিভাইস আনলো মাইক্রোসফট।  

 

হার্ট রেট, ক্যালরি, স্ট্রেসসহ একজন ‍মানুষ দিনে কী পরিমাণ সূর্য রশ্মি গ্রহণ করেছেন ডিভাইসটিতে এ সম্পর্কিত ১০টি সেন্সর ব্যবহার করা হয়েছে।

 

একবার চার্জে দু’দিন ব্যবহার করা যাবে এ ডিভাইস।  

ডিভাইসের বিষয়ে এক ইমেইল বার্তায় মাইক্রোসফট জানায়, বহু বছরের অক্লান্ত পরিশ্রমের এটি শুরু মাত্র।

 

মাইক্রোসফটের অনলাইন স্টোরে ১৯৯ ডলারে (বাংলাদেশি টাকায় ১৫ হাজারের কিছু বেশি, ১ ডলার সমান ৭৮ টাকা) পাওয়া ‍যাবে ডিভাইসটি।

 

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল, স্যামসাং, গুগল ইতোমধ্যে তাদের পরিধেয় ডিভাইস বাজারে ছেড়েছে। শিগগিরই ৩৬০ ডিগ্রি নামে একটি স্মার্টওয়াচ ছাড়বে মটোরোলা।

 

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।